প্রদর্শনী ম্যাচে নেপালের( Nepal) বিরুদ্ধে ড্র করল ভারত( India)। প্রথম ম্যাচে পিছিয়ে থেকে ড্র করলেন সুনীল ছেত্রীরা। ম্যাচের ফলাফল ১-১ গোলে শেষ হয় ম্যাচ। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অনিরুদ্ধ থাপা।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে এই ম্যাচ। তবে ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় নেপাল। নেপালের হয়ে গোলটি করেন অঞ্জন বিস্তা। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় সুনীল ছেত্রীর দল।
এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইগর স্টিমাচের দল। যার ফলে ম্যাচের ৬০ মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান অনিরুদ্ধ থাপা। পেনাল্টি বক্সের বাইরে থেকে সুনীলের ডান পায়ের দুরন্ত শট কোনও মতে বাঁচান কিরেন লিম্বু। ফিরতি বলে গোল করে যান থাপা। এরপর আক্রমণে গেলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি টিম ইন্ডিয়া। এদিকে দুরন্ত পারফরম্যান্সের ফলে অভিষেক ম্যাচেই সেরা নির্বাচিত হলেন রহিম আলি।
আরও পড়ুন:দলবদলে একের পর এক চমক এসসি ইস্টবেঙ্গলের









































































































































