অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। ভর্তি হলেন এসএসকেএম(SSKM)-এ। দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে আজ তাঁকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। মুকুলের অসুস্থতার খবর পেয়েই তাঁর ছেলে শুভ্রাংশুকে ফোন করে খবর নেন মুখ্যমন্ত্রীও।
আরও পড়ুন: ভালো আছেন পেলে, টুইট করে জানালেন তিনি নিজেই
বৃহস্পতিবার সকালে মুকুল রায়কে স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁকে চিকিৎসরা ভর্তির পরামর্শ দেন। সূত্রের খবর, উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর বেডে ভর্তি করা হয়েছে মুকুলকে। চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে হাইসুগার রয়েছে মুকুলের। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও প্রতিনিয়ত ওঠানামা করছে। ইদানিং স্নায়ুরোগের সমস্যাও দেখা দিয়েছে তাঁর। স্ত্রী-বিয়োগের পর থেকেই মানসিক অবসাদেও ভুগছেন তিনি। ইতিমধ্যেই তাঁর চিকিৎসায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত করা হয়েছে। তাঁরাই মুকুলের চিকিৎসা করবেন বলে জানা গেছে।































































































































