একদিকে উল্কার গতিতে তৃণমূলের (TMC) উত্থান, অন্যদিকে গেরুয়া শিবিরের অন্দরে গৃহযুদ্ধ! ত্রিপুরায় (Tripura) সাঁড়াশি চাপে কার্যত দিশাহীন বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী (CM) বিপ্লব দেব (Biplab Dev) ও সুদীপ রায় বর্মনের (Sudip Roy Barman) লবির প্রবল সংঘাতই বিজেপির ঘর তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট।
আরও পড়ুন:বিজেপির “উইকেট বাঁচাও” বৈঠকে “নন প্লেয়িং” ১১! কুণালের দাবি, একডজন তৃণমূলে ঝুঁকে!
কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও সেই বিপ্লব দেবের উপর আস্থা রাখছে। রাজ্য মন্ত্রিসভায় যে রদবদল ঘটেছে সেখানে বিপ্লব শিবিরের সুশান্ত চৌধুরী, ভগবান দাস ও রামপ্রসাদ পালের জায়গা হয়েছে৷ ফলে আরও কোণঠাসা পরিস্থিতি সুদীপ রায় বর্মন গোষ্ঠী। খুব স্বাভাবিক ভাবেই সুদীপ ও তাঁর ঘনিষ্ঠ নেতা-বিধায়কদের তৃণমূল যোগের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আর এরই মধ্যে ফের দিল্লির ডাক পেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি রাজধানীতে পৌঁছে গেছেন বলেই সূত্রের খবর। দলের মধ্যে বিদ্রোহের চোরা স্রোতের মাঝে বিপ্লবের দিল্লি যাত্রা যথেষ্ট তাৎপর্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।































































































































