মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলে শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তুফানগঞ্জ পুরসভা ‘দুয়ারে পুরসভা’ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। প্রশাসক পরিচালিত পুরসভার নতুন চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বাসিন্দাদের সঙ্গে কথা বলতে সরাসরি তাদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। বাসিন্দাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে অভাব অভিযোগও শুনছেন।
নাগরিকদের সমস্যা, অভাব অভিযোগের কথা শুনে তা ডায়েরিতে নথিভুক্ত করছেন। নাগরিক পরিষেবার ক্ষেত্রে কোথায় কোনও খামতি আছে কি না তা চেয়ারম্যান নিজের চোখে দেখে নিয়ে সেসব সমাধান করার উদ্যোগ নিচ্ছেন। চেয়ারম্যানের এমন উদ্যোগের প্রশংসা করছেন শহরবাসী। প্রসঙ্গত, গত ১৭ আগস্ট তুফানগঞ্জ পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেন ইন্দ্রজিৎ ধর। তুফানগঞ্জ মহকুমার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা তুফানগঞ্জ মহা বিদ্যালয়ের অধ্যাপক,সুলতান রহমান ও হামিদ আলী জানান এর আগে তুফানগঞ্জ পুরসভার কোনো চেয়ারম্যান এভাবে অভাব অভিযোগ শোনেননি। পুর প্রশাসক ইন্দ্রজিৎ ধরের এই উদ্যোগে তারা নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে পারছেন।









































































































































