দৈনিক টিকাকরণে নয়া রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ। মঙ্গলবার, মাত্র একদিনেই বাংলায় ১২ লক্ষ ১০ হাজার ৯৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যা এর আগের দৈনিক সর্বোচ্চ টিকাকরণের দ্বিগুণ! এদিন দৈনিক টিকাকরণে প্রথম স্থানে রয়েছে মুর্শিদবাদ, দ্বিতীয়তে রয়েছে উত্তর ২৪ পরগনা, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা। এদিন প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে নাগরিকদের ৪ ভ্যালসিন টিকা দিল রাজ্য।
আরও পড়ুন-প্রয়োজনে ফের ড্রোন হামলা হবে আফগানিস্তানে, হুঁশিয়ারি পেন্টাগনের
মঙ্গলবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত গোটা দেশে ১ কোটি ৩০ লক্ষ ৮২ হাজার ৭৫৬ জনকে টিকা দেওয়া হয়েছে। এই নিয়ে তৃতীয় দিন ভারত দৈনিক টিকাকরণের ১ কোটির গণ্ডি পেরল। ১৬ জানুয়ারি টিকাদান শুরুর পর এখনও পর্যন্ত দু’টি ডোজ মিলিয়ে ৬৫ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ৬১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন ৫০ কোটি ৩১ লক্ষ ৬৮ হাজার ৯৮৭ জন। দ্বিতীয়টি পেয়েছেন ১৪ কোটি ৯৪ লক্ষ ৬৩ হাজার ৫৭২ জন।
আরও পড়ুন-চন্দনার বিরহে মদ্যপানই কাল, “দেবদাস” হয়ে আবার হাসপাতালে কৃষ্ণ
দৈনিক টিকাকরণে নয়া রেকর্ড নিয়ে উচ্ছ্বসিত রাজ্যে স্বাস্থ্যকর্তারা। রাজ্য হেলথ ডিরেক্টরেটের টিকাকরণের শীর্ষকর্তা ডা. অসীম দাস মালাকার জানান, “আমাদের ধারণা দৈনিক টিকাকরণের সমস্ত হিসেব পাওয়ার পর রাজ্যের একদিনের পরিসংখ্যানই ১৩ লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে।”














































































































































