নেপালের ( Nepal) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার আগে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল( india team)। সোমবারই কাঠমান্ডু পৌঁছেছে দল। নেপাল পৌঁছে সেনাবাহিনীর মাঠে অনুশীলন সারছেন সুনীল ছেত্রী( Sunil cheetri), প্রণয় হালদার( Pronay Haldar), প্রীতম কোটালরা( pritam kotal)। যদিও মাঠ দেখে খুশি নন টিম ইন্ডিয়ার হ্যেডকোচ ইগর স্টিমাচ।

অক্টোবরে সাফ কাপ। তার আগে নেপালের বিরুদ্ধে ২ ও ৫ সেপ্টেম্বর ম্যাচ খেলবে ভারতীয় দল। এই দুটি ম্যাচকে সাফ কাপের প্রস্তুতি ম্যাচ হিসাবে দেখছেন স্টিমাচ। বুধবার সকালে অনুশীলনে যেন তারই ঝলক দেখা গেল। বুধবার অনুশীলনে গোলরক্ষকদের নিয়ে আলাদা সময় দেওয়া হয়।
করোনার মধ্যেই যে আবার ফুটবল ফিরছে এতে খুশি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। তবে সব সর্তকতা যে প্রয়োজন তা শোনা গেল ভারত অধিনায়কের গলায়। তিনি বলেন,”করোনা সংক্রমণের জেরে সাম্প্রতিক সময়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলা সমস্যা হয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও নেপাল ফুটবল সংস্থা সেই সুযোগ করে দেওয়ায় সাফ কাপের আগে দলের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার দারুণ সুযোগ পাওয়া গিয়েছে। নেপাল কঠিন প্রতিপক্ষ। দু’টি ম্যাচে ভালই লড়াই হবে।”
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস










































































































































