হাইজাম্পে জোড়া পদক ভারতের, রুপোর পদক জিতল মারিয়াপ্পান, ব্রোঞ্জ পদক জয় শরদ কুমারের

0
2

টোকিও প‍্যারালিম্পিক্সে( Tokyo paralympics) সাফল্যের ধারা অব‍্যাহত ভারতের। সকালে সিংহরাজের( Singhraj) ব্রোঞ্জ জয়ের পর আবারও পদক জয় ভারতের। মঙ্গলবার হাইজ‍াম্পে জোড়া পদক পেল ভারত। টি ৬৩ বিভাগে ভারতের হয়ে পদক জিতলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং শরদ কুমার। রুপো জিতলেন মারিয়াপ্পান। ব্রোঞ্জ পদক পেলেন শরদ কুমার।

রিও প‍্যারালিম্পিক্সে সোনার পদক পেলেও, টোকিও প‍্যারালিম্পিক্সে রুপোর পদকই সন্তুষ্ট থাকতে হল মারিয়াপ্পানকে। এদিন বৃষ্টির মধ্যেই এই ইভেন্টে খেলতে হয় প্রতিযোগিদের।  স্যাম গ্রিউয়ের সঙ্গে সমানে সমানে লড়াই চলে মারিয়াপ্পনের। দু’জনেই ১.৮৬ মিটার দূরত্ব পার করেন। সোনার পদকের জন্য ১.৮৮ মিটার দূরত্ব পার করতে হত। কিন্তু তা আর পারেননি মারিয়াপ্পন। সেই দূরত্ব লাফিয়ে সোনা জিতে নেন গ্রিউ।

এদিকে ১.৮৩ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পেলেন শরদ কুমার।

আরও পড়ুন:ওল্ড ট্র‍্যাফোর্ডে ফিরেই সমর্থকদের জন্য বার্তা রোনাল্ডোর