ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তে আজ তুফানগঞ্জের চিলাখানায় যায় সিবিআই। ৫ মে, ভুট্টা খেতের মধ্যে উদ্ধার হয় তৃণমূল কর্মী শাহিনুর রহমানের দেহ। এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগের তদন্ত করছে সিবিআই। এদিন নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন সিবিআই অফিসাররা।
আরও পড়ুন: কলকাতার বুকে উদ্ধার বিপুল আফগানি মুদ্রা! গ্রেফতার ২
অন্যদিকে, সোনারপুরের নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদায় নিহত বিজেপি কর্মী নির্মল মণ্ডলের বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিন বিজেপি কর্মীর মৃত্যু হয়। তার পর থেকেই এলাকাছাড়া তাঁর পরিবার।
এদিন ঘটনা সিবিআই আধিকারিকদের কথা বলতে দেখা যায় প্রতিবেশীদের সঙ্গে। অভিযোগ ওঠে, বিজেপি কর্মী নির্মল মণ্ডলকে পিটিয়ে খুনের পর পুড়িয়ে দেওয়া হয় তার দেহ।
আরও পড়ুন: রাজনাথের হুঙ্কার, প্রয়োজনে অন্য দেশের সীমানায় ঢুকে জঙ্গি খতম করবে নয়াদিল্লি
ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে আরও ৭টি মামলা রুজু করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার নেওয়ার পর এনিয়ে মোট ২৮টি মামলা দায়ের হল। নতুন মামলাগুলির মধ্যে রয়েছে বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা।














































































































































