সদ্য মা হয়েছেন নুসরত জাহান (nusrat jahan) । গত বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি (new born baby) । কিন্তু এরই মধ্যে নবজাতকের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে (viral in social media) ঘোরাফেরা করছে যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে করছে ।ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের নীল পোশাক পরে রয়েছেন মা নুসরত আর তাঁর কোলে ঘুমন্ত নবজাতক। এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই হইচই পড়ে গিয়েছে। অনেকেই ভেবেছেন সম্ভবত হাসপাতাল থেকেই ফাঁস হয়েছে নুসরত আর নবজাতকের ছবি। কিন্তু ছবিটি ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে প্রযুক্তির কারিকুরি করা হয়েছে । আর নবজাতকের মুখটিও স্পষ্ট নয়।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি নিয়ে নুসরত কোনো মন্তব্য করতে রাজি নন। তিনি এখন ছেলে ঈশানকে নিয়ে ব্যস্ত। ঈশানের কাছে এখন মা-ই সব । তাই মাও সন্তানকে মুহূর্তের জন্যও কাছছাড়া করছেন না। একটু পরে পরেই খিদে পাচ্ছে ঈশানের । অত্যন্ত যত্নসহকারে খাইয়ে দিচ্ছেন ছেলেকে। সিস্টারদের কাছে বুঝে নিচ্ছেন কীভাবে খাওয়াতে হবে নবজাতককে। কতটা খেলে পেট ভরেছে তা বোঝা যাবে। আর মা- ছেলেকে সঙ্গ দিচ্ছেন যশ । সব মিলিয়ে নবজাতককে নিয়ে এখন তাদের সুখের পরিবার। সুখের দিন