ভারত-ইংল্যান্ড ( India-England)তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড( england)। ইংল্যান্ডের রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে ৪২৩। ৩৪৫ রানে এগিয়ে জো রুটের দল।

ভারতের ৭৮ রানের জবাবে গতকালই ১২০ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড । প্রথম দিনে যেখানে শেষ করেছিল ইংল্যান্ডে, দ্বিতীয় দিনে ঠিক সেখান থেকেই শুরু করল বার্নস এবং হামিদ। ৬১ রান করেন বার্নস। ৬৮ রান করেন হামিদ। ইংল্যান্ডের হয়ে দুরন্ত ব্যাট করেন অধিনায়ক জো রুট। ১২১ রান করেন তিনি। ৭০ রান করেন মালান। ভারতের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। দুটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। একটি উইকেট নেন যশপ্রীত বুমরাহ।
আরও পড়ুন:মহামেডান স্পোর্টিংকে ২-০ গোলে হারাল ভারতীয় দল











































































































































