বেশ কয়েকটি জায়গার কোভিড সংক্রমণ নিয়ে প্রশাসন চিন্তিত। বিশেষ করে শহরতলিতে হঠাৎ করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বেড়েছে। সে কারণে প্রশাসনের তরফে আরও বেশি করে টিকাকরণ শিবির তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলাগুলিতে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরির কথাও বলা হয়েছে। জেলাশাসকদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার বিষয়টি নিয়ে মূলত আলোচানা হয়।
আরও পড়ুন- বিষের নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম
বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন , সব দিক থেকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য যেন প্রস্তুত থাকে প্রশাসন। সামগ্রিক ভাবে টিকাকরণের গতি বাড়াতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। তিনি জানিয়েছেন, মজুত টিকা যেন তিন দিনের মধ্যে ব্যবহার করা হয়। মঙ্গলবারের বৈঠকে টিকাকরণ ছাড়াও একাধিক সরকারি কর্মসূচির বিষয়েও আলোচনা হয়েছে। দুয়ারে সরকার নিয়ে মুখ্যসচিবের নির্দেশ, যে জেলায় শিবিরে ভিড় বেশি হচ্ছে, সেখানে আরও বেশি করে শিবির করতে হবে।


































































































































