করোনার তৃতীয় ঢেউয়ের পরিস্থিতি দেখে, পুজোর পরে খুলবে স্কুল। সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। তিনি বললেন, স্কুল সঠিকভাবে স্যানিটাইজ করে, ভাইফোঁটার পরেই খুলবে স্কুল।
আরও পড়ুন-৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ, বেছে নেওয়া হল মাঠও
করোনার সংক্রমণ রুখতে, গতবছর ১৪ মার্চ বন্ধ হয়েছিল স্কুল। কিছুদিন বন্ধ থাকার পরে, অনলাইনে (Online) লেখাপড়া শুরু হলেও, প্রায় দেড় বছর স্কুলের গেট পেরিয়ে ছোটাছুটি বা বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া হয়নি পড়ুয়াদের।
এদিন, মুখ্যমন্ত্রী বলেন, তৃতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ না করলে, পুজোর পরে স্কুল খুলবে। তবে, পাশাপাশি মমতা জানান, মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যের পরিস্থিতি ভাল নয়।
এর আগেও মুখ্যমন্ত্রী পুজোর পরে রাজ্যে স্কুল খুলতে পারে বলে জানিয়েছিলেন। একদিন অন্তর একদিন স্কুলের ক্লাস চালু করার কথাও জানান তিনি।
তবে, এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, করোনা তৃতীয় ঢেউয়ের পরিস্থিতি দেখেই পুজোর পরে স্কুল খোলার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
আরও পড়ুন-লাইনে বসে গেম খেলার করুণ পরিণতি, চোপড়ায় ট্রেনে কাটা ৪ যুবক
এর পাশাপাশি, রাজ্যে সাঁওতালি, কামতাপুরি, ইংরাজি মাধ্যম স্কুলের কথা জানান মমতা। ৫০০ সাঁওতালি স্কুল, ১০০ ইংলিশ মিডিয়াম স্কুল, ১০০ কামতাপুরী মাধ্যম স্কুল খোলা হবে। খুলবে হিন্দি ও উর্দু কলেজও।