ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা নামলেই তালিবানি কায়দায় হামলা করুন। বিজেপি বিধায়ক অরুণ ভৌমিকের এই ভিডিও এখন ভাইরাল। আর সে নিয়ে রাজনৈতিকমহলে ঝড়। ত্রিপুরায় বিরোধীদের সঙ্গে যে দমন-পীড়ন চালানো হচ্ছে তা পরিষ্কার হয়ে গিয়েছে। রাস্তায় আক্রমণ, গাড়ি ভাঙচুর, মিথ্যা মামলা, হোটেলে থাকতে না দেওয়ার হুলিয়ে দিয়ে বিপ্লব দেব সরকার এখন সারা দেশের কাছে ‘ভিলেন’ সরকার।

এর মাঝে ট্যুইস্ট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য। রবিবার তিনি বিজেপির এই হিংসাত্মক কাজকর্মের প্রকাশ্য সমালোচনা করে বলেন, যারা হুমকি দিয়েছিল, তারা কোথায়? যারা প্রতিবাদ করেছিলেন, তারাই তো রাস্তায়। আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আর যারা এসব করছে, তারা আসলে ভয় পেয়েছে। আর অরুণ ভৌমিক প্রসঙ্গে মানিক সরকার বলেন, ওর কথা আর কী বলব! উনি বিধানসভায় কিছু বলতে উঠলে দলের সদস্যরাই ওনাকে বসিয়ে দেন। যত কম বলা যায় ততই ভাল।
ত্রিপুরা বিজেপি বলছে, ক্ষমতা হারিয়ে মানিক সরকার এখন তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় ফিরতে চাইছে। পালটা তৃণমূল কংগ্রেস বলেছে, তালিবান কথাটা বিজেপির মুখেই মানায়। আফগানিস্তানে যাদের নাম তালিবান, ত্রিপুরায় তাদের নাম বিজেপি। এভাবে ত্রিপুরায় ক্ষমতা ধরে রাখা যাবে না। ১৭ মাস পরে ত্রিপুরায় ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেসই।
আরও পড়ুন:সিবিআইয়ের ৪ জয়েন্ট ডিরেক্টর আজ নিজামে বৈঠক করবেন











































































































































