ঘরে-বাইরে প্রবল সমালোচনার জেরে অবশেষে গাঝাড়া দিয়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তালিবানি হমকি উপেক্ষা করে সামরিক পদক্ষেপ নেওয়া শুরু করলেন। বললেন, ISIS হমকি দিচ্ছে। তালিবানের সঙ্গে হাত মিলিয়েছে তারা। কিন্তু দ্রুত বদলাচ্ছে আফগান পরিস্থিতি। ইতিমধ্যে ৩১ হাজার মানুষকে আফগানিস্তান থেকে বিমানে তুলে আনা হয়েছে। বাইডেনের আশ্বাস, ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তানে থাকা সব মার্কিনিকে উড়িয়ে আনা হবে। তালিবানি সন্ত্রাসের বিরুদ্ধে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আগামিকাল, মঙ্গলবার বসছে G7 বৈঠক। সেখানে তালিবানিদের রুখতে সিদ্ধান্ত নেওয়া হবে।

পঞ্জশিরে নর্দান অ্যালায়েন্সের প্রতিরোধে বিপাকে তালিবান। এলাকা দখলে ব্যর্থ হয়ে এবার ২০০ মুজাহিদিনকে পঞ্জশিরে পাঠানো হচ্ছে। মাসুদ বাহিনীও তৈরি। প্রায় ৯ হাজার বাহিনী নিয়ে নতুন করে তারা সামরিক কৌশল সাজাচ্ছে। ফলে আরও এক রক্তাক্ত সংঘর্ষের অপেক্ষা। আরও কয়েকটি প্রদেশেও তালিবান প্রতিরোধের মুখে। ফলে সরকার গড়া আপাতত শিকেয়। বিনা বাধায় আফগানিস্তান দখলের স্বপ্ন প্রবল বাধার মুখে। চিন-পাকিস্তানের অনৈতিক সমর্থন উপেক্ষা করে বিশ্বের শক্তিশালী দেশগুলিও কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিতে চলেছে। আপাতত সেটাই ইতিবাচক দিক।
আরও পড়ুন:পঞ্জশিরে পরাজিত তালিবানের আত্মসমর্পণ, রক্তক্ষয়ী লড়াইয়ে হত প্রায় ২০০










































































































































