এবার টিকাকরণ নিয়ে কলকাতা পুরসভার নামে প্রকাশিত ভুয়ো বিজ্ঞপ্তি। এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য অতীন ঘোষ।
শনিবার অতীন ঘোষ জানিয়েছেন, কলকাতা পুরসভা শুধুমাত্র দু’টি বিজ্ঞাপন দিয়েছে, ১৪ এবং ১৯ অগাস্ট। ১৭ অগাস্ট ৭৩ নম্বর ওয়ার্ড নিয়ে কোনও বিজ্ঞাপন পুরসভা প্রকাশ করেনি। এই বিভ্রান্তিকর বিজ্ঞাপনটি ভুয়ো। কারা এই ভুয়ো নির্দেশিকা দিল তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শুরু হবে পোস্তা উড়ালপুলের সবচেয়ে বিপজ্জনক অংশ ভাঙার কাজ
পুরসভা সূত্রে খবর, টিকাকরণে গতি আনতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, ১৪ অগাস্ট থেকে প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি ও শনিবার কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হবে। সোম, বুধ, শুক্রবার দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ১৪ অগাস্ট তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশিতও হয়। কিন্তু এক ভুয়ো বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিভ্রান্তি দেখা দেয়।
বিভ্রান্তি দূর করতে পুরসভা ১৯ আগস্ট নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, সপ্তাহে প্রতিদিনই দেওয়া হবে প্রথম এবং দ্বিতীয় ডোজ। ২৩ অগাস্ট থেকে কার্যকর হবে এই নির্দেশিকা।














































































































































