ফের বিজেপি (BJP) শাসিত ত্রিপুরায় (TMC) সন্ত্রাসের অভিযোগ। এবার রাজ্যের বিশিষ্ট চিকিৎসক বিকাশ রায়ের (Bikas Roy) বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। জানা গিয়েছে, বাংলার তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিকাশবাবুর ভাইপো। আর সেই “অপরাধে’’ই তাঁর পৈতৃক ভিটেতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতা তথা ত্রিপুরার প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিকের (Subal Bhowmick)।
আরও পড়ুন:কাবুলে সুরক্ষিত ভারতীয়রা, দাবি বিদেশমন্ত্রকের
সুবলবাবুর অভিযোগ, “ত্রিপুরার নামী চিকিৎসক বিকাশ রায়ের পৈতৃক ভিটেতে হামলা চালানো হয়। অভিযোগ, ২০ থেকে ২৫ জন চিকিৎসকের মোহনপুরের বাড়িতে ঢুকে পড়ে। সেখানে রীতিমতো তাণ্ডব চালায়। চিকিৎসকের ছোটভাই এবং তাঁর স্ত্রীকে লাঞ্ছনা করা হয়।”














































































































































