ত্রিপুরায় এবার আমরাই জিতব: স্পষ্ট বার্তা মমতার

0
4

“ত্রিপুরায় এবার আমরাই জিতব”- বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন প্রত্যয়ী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সম্প্রতি ত্রিপুরায় গিয়েছেন যুব তৃণমূল (YTMC) সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh) কিন্তু যাওয়ার পর থেকেই তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে। এমনকী, মঙ্গলবার রাতে তাঁর হোটেলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই বিষয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, ত্রিপুরায় গণতন্ত্র আইন-শৃঙ্খলা কিছুই নেই। অরাজকতা চলছে।

সেখানকার প্রাক্তন স্পিকার জিতেন সরকার তাঁর সহযোগীদের নিয়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। তৃণমূল সুপ্রিমো তাঁর সেই আবেদনপত্র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। মমতা বলেন, বাংলার মানুষ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পায়। তা ত্রিপুরার মানুষের পাক সেটা তিনি চান। আগামী বিধানসভা নির্বাচনে সেখানে তৃণমূল (Tmc) সরকার গড়বে বলে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:সোমেন মিত্রের প্রথম মৃত্যুবার্ষিকী: শিখাকে ফোন মুখ্যমন্ত্রীর