কবে থেকে চলবে লোকাল ট্রেন? নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

0
10

বেশকিছু পর্যায় ছাড় দিয়েও রাজ্যে জারি বিধিনিষেধ। তবে এখনও চলছে না লোকাল ট্রেন। কবে থেকে চালু হবে সেটা? বুধবার ফের এ বিষয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “গ্রামাঞ্চলে ভ্যাকসিনেশন ঠিকমতো হলেই লোকাল ট্রেন চলবে”।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ১৪ কোটির বদলে ৩ কোটি ভ্যাকসিন (Vaccine) মিলেছে। কলকাতার ৭৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।  কিন্তু গ্রামে টিকাকরণ তুলনামূলক বেশি না হওয়ায় রাজ্য আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন। ৩০ অগাস্ট পর্যন্ত রাজ্যে চালু থাকছে কোভিডের (Covid) বিধিনিষেধ। মুখ্যমন্ত্রী বলেন, লোকাল ট্রেন চালু হলে ভিড় বাড়বে। ফলে, করোনা ছড়ানোর আশঙ্কা দেখা দেবে। ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গেলেই ট্রেন চালু করে দেওয়া হবে।

আরও পড়ুন:সিবিআই “খাঁচাবন্দি তোতা”: মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের! ভালো ব্যাখ্যা দিতে পারবেন শুভেন্দু, কটাক্ষ কুণালের