অগ্নিকাণ্ডের স্মৃতি কাটিয়ে প্রায় তিন বছর পর খুলল কলকাতার বাগড়ি মার্কেট। মঙ্গলবার নতুন বাগড়ি মার্কেটের উদ্বোধন করেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু ও জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা।
প্রসঙ্গত ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর মাঝ রাতে আগুন লাগে বাগড়ি মার্কেটে। যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার কারণে আগুন ঝড়ের বেগে তা ছড়িয়ে পড়ে ছ’তলা মার্কেটে। ৩ দিন ধরে জ্বলতে থাকে বাজারটি। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। পুড়ে ছাই হয়ে যায় কয়েকশো দোকান। সেই থেকেই বন্ধ ছিল কলকাতার অন্যতম এই বাজারটি। চলছিল সংস্কারের কাজ। মঙ্গলবার ফের খুলল বাগড়ি মার্কেট। মার্কেটের ৯০০ দোকান ও অফিস ফের চালু হয়েছে। প্রায় তিন বছর পর দোকান খুলতে পারায় খুশি অনেক বিক্রেতাই।
আরও পড়ুন- মমতা-অভিষেক জুটি আগামী দিনে কীভাবে এগোয় দেখুন: মন্তব্য আপ্লুত সুস্মিতার 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



























































































































