অসুস্থ নীরজ চোপরা( Neeraj chopra)। হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সোনাজয়ী এই অ্যাথলিট পানিপথে একটি সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এদিন সংবর্ধনা অনুষ্ঠানে দিল্লি থেকে পানিপথ পর্যন্ত একটি একটি গাড়ির মিছিলে অংশ নিয়েছিলেন নীরজ। দিল্লি থেকে পানিপথ পৌঁছতে সেই মিছিলের প্রায় সময় লেগে যায় ৬ ঘণ্টা। এমন অবস্থায় প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় নীরজকে হাসপাতেল। এদিন নীরজের পরিবারের তরফ থেকে বলা হয়, “আগে থেকেই অসুস্থ বোধ করছিলেন নীরজ। তারমধ্যে দিল্লি থেকে পানিপথের দীর্ঘ গাড়ি মিছিলে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই কারণেই সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।”
টোকিও অলিম্পিক্সের পর দেশের ফিরেই জ্বর হয় নীরজের। করানো হয় করোনা পরীক্ষাও। তবে করোনার রিপোর্ট নেগেটিভ আসে তাঁর।
আরও পড়ুন:এএফসি কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসিকে সমীহ হাবাসের










































































































































