তালিবানে ধ্বংসস্তূপ আফগানিস্তান। প্রায় গোটা আফগানিস্তানই চলে গিয়েছে তালিবান দখলে। প্রেসিডেন্ট আশরাফ ঘানি পাড়ি দিয়েছেন তাজিকিস্তানে। নয়া প্রেসিডেন্ট আবদুল গনি বরাদর। এই পরিস্থিতিতে আফগানিস্তান থেকে ১২০ ভারতীয় আধিকারিকদের নিয়ে দেশে ফিরল বায়ুসেনার C-17 বিমান।
মঙ্গলবার সকালে গুজরাটের জামনগরে অবতরণ করে বায়ুসেনার বিমানটি। আইটিবিপি জওয়ানদের তত্ত্বাবধানে আধিকারিকদের ফেরানো হল ভারতে।
আরও পড়ুন-‘দেশের জন্য ব্যাট হাতে সাফল্য পেয়ে আমি গর্বিত’ : মহম্মদ শামি
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “ভারত যুদ্ধ-বিধ্বস্ত দেশ ত্যাগ করতে ইচ্ছুক। শিখ এবং হিন্দুদের প্রত্যাবাসনের সুবিধা দেবে। সরকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং আফগানিস্তানে আমাদের স্বার্থ নিশ্চিত করার জন্য সব পদক্ষেপ নেবে”।
আরও পড়ুন-প্রকাশিত হল আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি, ২৪ অক্টোবর ভারতের মুখোমুখি পাকিস্তান
বাগচি আরও বলেন, “বেশ কয়েকজন আফগানও আছেন যারা আমাদের পারস্পরিক উন্নয়নমূলক, শিক্ষামূলক কাজে জনগণের কাছে পৌঁছনোর প্রচেষ্টায় আমাদের সঙ্গে। আমরা তাদের পাশে থাকব।”














































































































































