কথাবার্তা আগেই চূড়ান্ত ছিল। এবার খেলা হবে দিবসকে সামনে রেখে হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে ক্রিকেট একাডেমি গঠন করার জন্য সিএবি-কে ৯৯ বছরের লিজে প্রায় ১৪একর জমি দিল রাজ্য সরকার। আজ, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রাজ্যের ছেলেমেয়েদের মধ্য থেকে ভালো ক্রিকেটার তৈরি করতে এক বছর আগেই সিএবি কে একাডেমি গঠন করার জন্য এই জমি দেওয়া হয়েছিল। তবে তখন ৩০ বছরের লিজ এই জমি দেওয়ার কথা বলা হয়েছিল। সিএবি-এর পক্ষ থেকে ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা কাছে আবেদন করা হয়েছিল ৩০-এর বদলে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হোক।
এদিন মন্ত্রিসভা সেই আবেদনে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী।














































































































































