আজ ভারত-পাকিস্তান সীমান্ত সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তের। করোনার নির্দেশিকা মেনে এখানে বিটিং রিট্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সময় ভারত-পাকিস্তান সীমান্তে হিন্দুস্তান জিন্দাবাদ এবং বন্দে মাতরমের স্লোগানে অনুরণিত হয়। সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে। বিএসএফ জওয়ানরা পাকিস্তানি রেঞ্জারদের সামনে তাদের বীরত্ব প্রদর্শন করেন। দেশপ্রেম এবং উৎসাহে পরিপূর্ণ এই পারফরম্যান্স দেখে সবাই হিন্দুস্তান জিন্দাবাদ এবং ভারত মাতার স্লোগান দিতে শুরু করেন।

স্বাধীনতা দিবসে রীতিমতো জমে উঠল বিটিং রিট্রিট। আটারি-ওয়াঘা সীমান্তে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। আজ দেশজুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে। অমৃত মহোৎসব নামে পালন হচ্ছে আজকের দিনটি।
এদিন সকালেই বিএসএফ জওয়ান এবং পাকিস্তানি রেঞ্জার্সরা একে অপরকে মিষ্টি উপহার দেয়। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত যৌথ পোস্ট আটারি জিরো লাইনে দুই দেশের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে প্রায় ২৫ মিনিটের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।বিটিং রিট্রিট ১৯৫৯ সালে শুরু হয়েছিল। এটি বরাবর আয়োজন করে আসছে বিএসএফ।


































































































































