স্বস্তির খবর। ১২৯ জন যাত্রী নিয়ে কাবুল থেকে উড়ল শেষ এয়ার ইন্ডিয়ার বিমান। আজ রাতের মধ্যেই নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি। রবিবার তালিবানরা কাবুলের দখল নেওয়ার পরই নাগরিকদের নিয়ে তড়িঘড়ি রাজধানী শহর ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
রবিবারই কাবুলের দখল নিয়েছে তালিবানরা। সূত্রের খবর, ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘনি। আগামী এক সপ্তাহের মধ্যে শান্তিপূর্ণ পথে ক্ষমতার হস্তান্তর চায় তালিবানরা। এত দিন নতুন দিল্লি থেকে কাবুল পর্যন্ত সপ্তাহে তিন বার বিমান চলাচল করত। আফগানিস্তানে তালিবান-রাজ শুরু হতেই দু’দেশের মধ্যে উড়ান পরিষেবা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই আফগানিস্তানের দখল নিয়ে নিয়েছে তালিবান। রবিবার সকালেও একটি দিল্লি-কাবুল চার্টার বিমান বাতিল করা হয়েছে।
আরও পড়ুন- ত্রিপুরায় আক্রান্ত দোলা-অপরূপা: ফোন মমতার, জঙ্গলরাজের সন্ত্রাস: তীব্র প্রতিক্রিয়া কুণালের
































































































































