তালিবানের(Taliban) আগ্রাসনের জেরে আশঙ্কা করা হচ্ছিল এক সপ্তাহের মধ্যেই কাবুল(Kabul) দখল করে নেবে তালিবানরা। যদিও তার অনেক আগেই এবার কাবুলে প্রবেশ করল জঙ্গিগোষ্ঠী। রবিবার তালিবান জঙ্গি গোষ্ঠীরা কাবুলে প্রবেশ করার পাশাপাশি জানিয়ে দিয়েছে আলোচনার মাধ্যমেই আফগানিস্তান(Afghanistan) সরকারের থেকে ক্ষমতা হস্তান্তর চায় তারা।
রবিবারই মাজার-ই-শরিফ ও জালালাবাদের মতো দু’টি গুরুত্বপূর্ণ শহর দখল করে ফেলেছিল তালিবানরা। তখনই ধরে নেওয়া হয়েছিল তালিবানের কাবুল প্রবেশ শুধু সময়ের অপেক্ষা। রবিবার দুপুর নাগাদ কাবুলে প্রবেশের পর তালিবানের এক মুখপাত্রের তরফে জানানো হয়েছে, জনবহুল কাবুলে যুদ্ধ করতে চায় না তালিবান। যদিও আফগান প্রেসিডেন্ট ঘানি দাবি করেছেন, এখনো নিরাপদে রয়েছে কাবুল। তবে পরিস্থিতি যা তাতে কাবুল কতক্ষণ নিরাপদে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, রাজধানী দখলের লক্ষ্যে ইতিমধ্যেই প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছে তালিবান জঙ্গিরা।
আরও পড়ুন:মাতঙ্গিনী অসমের! লালকেল্লায় মোদির ভাষণ নিয়ে বিতর্ক, ‘পাগল নাকি?’ তোপ কুণালের
উল্লেখ্য, দেশের মঙ্গলের জন্য তালিবানকে অনেক আগেই ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছিল আফগান সরকার। গতকাল কান্নাভেজা গলায় দেশবাসীর উদ্দেশে ভাষণও দেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। আক্ষেপের সুরে তিনি বলেন, “গত ২০ বছরে যা যা ফিরে পাওয়া গিয়েছিল, তা সবই আবার হারিয়ে গেল।” তবে তাঁর ভাষণের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এবার কাবুলে প্রবেশ করল তালিবান জঙ্গিরা। উল্লেখ্য, ২০০২ সালে তালিবানের হাত থেকে আফগানিস্তানকে মুক্ত করেছিল মার্কিন সেনা। এক নবযুগের সূচনা হয়েছিল আফগানিস্তানে। গত মে মাসে মার্কিন সেনা আফগানিস্তান থেকে সরতে শুরু করলেই দেশের দখল নিতে শুরু করে তালিবানরা। এবার রাজধানী কাবুলও দখলের পথে তারা।














































































































































