দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান ইংল‍্যান্ডের, ২৪৫ রানে এগিয়ে ভারতীয় দল

0
4

ভারত-ইংল‍্যান্ড ( india-england) দ্বিতীয় টেস্টের ( 2nd test) দ্বিতীয় দিনে ২৪৫ রানে এগিয়ে ভারতীয় দল( team india)। দিনের শেষে ইংল‍্যান্ডের( england) রান সংখ‍্যা ৩ উইকেট হারিয়ে ১১৯। ভারতের হয়ে ২ টি উইকেট নেন মহম্মদ সিরাজ( Mohammad siraj)।

দ্বিতীয় দিনে ৩৬৪ রানে প্রথম ইনিস শেষ করে বিরাট কোহলির দল। ১২৯ রান করেন কে এল রাহুল। ৩৭ রান করেন ঋষভ পন্থ। ৪০ রান করেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের হয়ে ৫টি উইকেট নেন জেমস অ্যান্ডারসন। ২টি করে উইকেট নেন ওলি রবিনসন ও মার্ক উড। ১টি উইকেট নেন মইন আলি।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ইংল‍্যান্ড। ১১ রান করেন সিবলি। ৪৯ রান করেন ররি বার্নস। ইংল‍্যান্ডের হয়ে ক্রিজে রয়েছেন জো রুট এবং জনি বেয়ারস্টো। ভারতের ২ টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ১ টি উইকেট নেন মহম্মদ শামি।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করা নিয়ে তুমুল ঝামেলায় জড়ালেন সুভাষ-মনোরঞ্জন