করোনা সংক্রমণ কিছুটা কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে শহর কলকাতা। ভাইরাসের ধাক্কা কাটিয়ে অনেকদিন হলো মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে শহরে। এবার মেট্রো পরিষেবা আরও একঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে রাতে বাড়তি একঘণ্টা চলবে মেট্রো। বর্তমানে শেষ ট্রেন ছিল পৌনে আটটায়। এবার তা বাড়ছে আরও এক ঘণ্টা। অর্থাৎ ট্রেন পাওয়া যাবে রাত পৌনে নয়টায়। বৃহস্পতিবারই করোনা বিধিনিষেধ নিয়ে বেশকিছু নির্দেশিকা জারি করে সরকার। যেখানে দু’ঘণ্টা শিথিল করা হয়েছে নৈশ কার্ফু। এই সিদ্ধান্তের পরে আরো একঘন্টা প্রার্থীর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন- মালদহ মেডিকেল কলেজে ভূতের আতঙ্ক
































































































































