“ইংল‍্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ই লক্ষ‍্য”: রোহিত শর্মা

0
4

ভারত-ইংল‍্যান্ড( india-englad) দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৩ উইকেট হারিয়ে ২৭৬। ব‍্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স কে এল রাহুলের( kl rahul)।ক্রিজে রয়েছেন তিনি। চলতি ভারত-ইংল‍্যান্ড সিরিজে প্রথম টেস্টে বৃষ্টির জন‍্য জয়ের মুখ দেখতে পায়নি বিরাট কোহলির( Virat kohli) দল। তবে দ্বিতীয় টেস্টে জিততে মরিয়া রোহিত শর্মারা ( rohit sharma)।

দ্বিতীয় টেস্টে ব‍্যাট করতে নেমে ৮৩ রান করেন হিটম‍্যান। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন,” সেই ২০০৭ সালের পরে ভারতীয় দল ইংল্যান্ড থেকে সিরিজ জিতে ফিরতে পারেনি। কিন্তু এ বার ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফেরার ভাল সুযোগ রয়েছে। আমাদের দল তৈরি। ইংল্যান্ডের উইকেট নেওয়ার মতো বোলারও আমাদের দলে আছে। আশা করছি এবার সিরিজ পকেটে পুরবো।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস