“সচিনের কিছু হলে জ‍্যান্ত পুড়িয়ে মারত আমাকে” : শোয়েব আখতার

0
5

ভারত-পাকিস্তানের( india-pakistan) ক্রিকেট ম‍্যাচ গোটা বিশ্বর কাছে এক উপভোগ‍্য ম‍্যাচ। এই ম‍্যাচটি হার মানাতে পারে যেকোন ক্রিকেট ম‍্যাচকে। তবে এখন আর দুই দেশের মধ‍্যে কোন ক্রিকেট সফর হয়না। এখন শুধু আইসিসি( icc) ইভেন্টেই মুখোমুখি হয় এই দুটি দল। কিন্তু একটা সময় ছিল যখন উভয় দেশই উভয় দেশে ক্রিকেটীয় সফরে যেত। পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটাররাও ভালোবাসতেন ভারতে আসতে। তবে একবার ভারতে এসে জ‍্যান্ত পুড়ে মরে যাওয়ার ভয় পেয়ে ছিলেন শোয়েব আখতার। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এমনটা জানালেন শোয়ব নিজে।

তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন,” ২০০৭ সালে এক নৈশভোজের ঘটনা। সচিনকে কোলে তুলেছিলাম। তবে তারপরেই আমার হাত থেকে পড়ে গিয়েছিল সচিন। মনে হয়েছিল এ বার মরেই যাব আমি। সচিনের যদি লাগত, সিরিজে যদি খেলতে না পারত, তা হলে আমাকে তো মেরেই ফেলত ভারত। ভিসাই দিত না আর ভারতে আসার জন‍্য। জ্যান্ত পুড়িয়েও দিতে পারত। যদিও সেই সিরিজে দুরন্ত ব‍্যাট করেছিলেন সচিন। সচিন পড়ে যাওয়ার পর আমি সচিনকে জিজ্ঞাসা করে ছিলাম সচিন ঠিক আছে কি না। সচিনের কিছু হলে আমাকে হয়ত জ‍্যান্ত পুড়িয়ে মারত।”

এরপাশাপাশি শোয়েব আরও বলেন,”পাকিস্তান ছাড়া এক মাত্র ভারত থেকেই আমি সব চেয়ে বেশি ভালবাসা পেয়েছি। প্রচুর স্মৃতি আছে আমার ওই দেশে।”

আরও পড়ুন:ফিফা র‍্যাঙ্কিং-এ একই জায়গায় রইল ভারতীয় দল, শীর্ষে রইল বেলজিয়াম