রাশিয়ার (Russia) পূর্বাঞ্চলের কামচাতকা অঞ্চলে যাত্রী-সহ ভেঙে পড়ল হেলিকপ্টার (Helicopter)। দুর্ঘটনার কবলে ১৬জন যাত্রী। এদের মধ্যে এক শিশুসহ ১৩ পর্যটক এবং বাকি তিনজন ক্রু ছিলেন বলে জানাচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক নিউজ (Sputnik News)। সূত্রের খবর, আট যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
রাশিয়ার কামচাতকা অঞ্চল পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বৃহস্পতিবার, সেখানেই এই পর্যটক যাচ্ছিলেন বলে সূত্রের খবর।
এখনও হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পরে কপ্টারটি কুড়িল লেকে ডুবে গিয়েছে বলে জানাচ্ছেন উদ্ধারকারী দলের কর্মী।

এর আগেও জুলাইয়ে ওই অঞ্চলে বিমান দুর্ঘটনায় ১৯ জন নিহত হন।
আরও পড়ুন:মোদির শাসনে দেনার দায়ে ধুঁকছে ভারত, ঋণের বোঝা প্রায় ১৯৮ লক্ষ কোটি টাকা











































































































































