জেলা প্রশাসনিক ভবন চত্বরে দাঁড়িয়ে থাকা স্কুটিতে অশোক স্তম্ভ ! পুলিশের নজরে আসতেই আটক বাইক। মালিকের খোঁজে তল্লাশি। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।জেলার প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনায় চাঞ্চল্য।বেশ কিছুদিন ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গাড়িতে লাগানো ভুয়া স্টিকার ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে আটক করা হয়েছে বেশকিছু গাড়ি এবং বাইকে।
এরপর আজ সোমবার অফিসের ব্যস্ত সময়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে একটি স্কুটির পেছনে অশোক স্তম্ভ লাগানো দেখে স্থানীয় মানুষজন খবর দেন পুলিশকে। পরে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুটি আটক করে নিয়ে যায় থানায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ করা হচ্ছে মালিকের। কেন এভাবে অশোক স্তম্ভের অপব্যবহার করা হয়েছিল। নাকি এই প্রতীক লাগিয়ে অন্য কোন অনৈতিক কাজ করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।






































































































































