ত্রিপুরায় তৃণমূলের (Tmc) যুব নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে শনিবার কোন্নগর (Konnogar) কানাইপুরে তৃণমূল যুব এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কোন্নগর স্টেশনের কাছে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, ত্রিপুরায় যেভাবে যুব তৃণমূল কর্মীদের উপর বিজেপি (Bjp) কর্মীরা হামলা চালায়, সুদীপ রাহার (Sudip Raha) মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, গাল কেটে যায় জয়া দত্ত (Jaya Dutta)। তার প্রতিবাদ করা হয়।

যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের (Debanshu Bhattacharya) অভিযোগ, পুলিশের নাকের ডগায় বিজেপির গুন্ডারা আক্রমণ করলেও পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের। এই ঘটনার পরই এ রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। কোন্নগর স্টেশন তৃণমূল কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। তাঁদের দাবি, ত্রিপুরায় তৃণমূলের কর্মীদের উপর হামলায় দোষী শাস্তি দিতে হবে।

আরও পড়ুন- সংক্রমণ ঠেকাতে এবার কেরল ও মহারাষ্ট্রের সীমান্তবর্তী জেলাগুলিতে কার্ফু জারি






































































































































