কোভিশিল্ড বাড়ন্ত, শনিবারেও কলকাতায় বন্ধ টিকাকরণ

0
4

করোনা টিকা সঙ্কটে ভুগছে মহানগর। পরিস্থিতি এতটাই খারাপ যে শুক্রবারের পর আগামীকাল অর্থাৎ শনিবারও কলকাতা পুর এলাকায় বন্ধ থাকবে কোভিশিল্ডের ডোজ। কোভিশিল্ডের যোগান না থাকাতেই এই সিদ্ধান্ত পুরসভার। রাজ্যে টিকা সঙ্কটের জন্য কেন্দ্রকেই দায়ী করলেন পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম।

পর্যাপ্ত করোনা টিকা পাঠাচ্ছে না কেন্দ্র, এই অভিযোগ তুলে বৃহস্পতিবারই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় কোভিশিল্ডের যোগানে টান! শুক্রবার শহরের ৫০টি মেগা সেন্টার ও ১০২ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ ছিল কোভিশিল্ডের ডোজ। করোনার এই টিকা পাওয়া যাবে না আগামিকাল অর্থাৎ শনিবারও।

রাজ্য তথা কলকাতার এই পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী টিকা নিয়ে ফ্রেরুয়ারি মাস থেকে রাজনীতি করে বেড়াচ্ছিলেন। কত ভ্যাকসিন প্রয়োজন, তা নিয়ে স্ট্র্যাটেজি বানাননি। আজ পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করছেন না, কত ভ্যাকসিন তৈরী হবে, আমার কত পাব’। তাঁর কথায়, ‘কেন্দ্র যে ভ্যাকসিন দেবে, আমার সেটা দিচ্ছি। মানুষের প্রত্যাশা পূরণ করা যাচ্ছে না। সাপ্লাই চেনটাই বন্ধ করে দেওয়া হচ্ছে’।

আরও পড়ুন- ধানবাদে বিচারকের রহস্যমৃত্যুর ঘটনায় সুপ্রিম ভর্ৎসনার মুখে সিবিআই