মুকুলের মুখে তৃণমূলের হারের কথা! পরে ভুল শুধরে নিলেন

0
3

মুকুল রায়ের মুখে বিজেপির জয়ের কথা! আজ, শুক্রবার কৃষ্ণনগর পুরসভা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় সরাসরি বলে বসেন, ভোট হলে বিজেপি-ই জিতবে, তৃণমূল পর্যুদস্ত হবে। মুকুল রায় তৃণমূলের পরাজয়ের কথা বলে স্বাভাবিকভাবেই অস্তস্তিতে ফেলে দিয়েছিলেন স্থানীয় ঘাসফুল নেতাদের।

 

ঠিক কী বলেছিলেন মুকুল রায়?

 

 

কৃষ্ণনগরে বিজেপির জয় নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জানতে চান, কৃষ্ণনগর থেকেই কি রাজ্যে সাংগঠনিক প্রভাব বিস্তার করেছিল বিজেপি? জবাবে মুকুল বলেন, ‘‘সামগ্রিক ভাবে কৃষ্ণনগরে মানুষের আশীর্বাদ সঙ্গে ছিল। তারই ফল মিলেছে।’’

 

এখানেই “বেসুরো” হওয়ার শেষ নয়। রাজ্যে দ্রুত বিধানসভা উপনির্বাচন চেয়ে আজ, শুক্রবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকে কাছে গিয়েছিল তৃণমূল প্রতিনিধি দল। সে প্রসঙ্গে মুকুল বলে বসেন, ‘‘বিজেপির পক্ষ থেকে আমি বলতে পারি, তৃণমূল পর্যুদস্ত হবে। এবং স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করবে বিজেপি।’’

 

এরপরই অবশ্য ভুল শুধরে নিয়ে মুকুল রায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে নিজস্ব ভূমিকায় ফিরে আসবে। নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে।’’

 

তবে রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, ঠান্ডা মাথার বুদ্ধিমান বিদগ্ধ রাজনীতিবিদ মুকুল রায়। তিনি অবচেতন মনে নাকি সচেতন মনে এমন বক্তব্য রেখেছেন তা নিয়ে সংশয় আছে। কারণ মুকুল রায়ের বিরুদ্ধে দল বিরোধী আইন প্রয়োগ করতে তৎপর বিজেপি। তাই হয়তো কৌশলে আইন বাঁচিয়ে এমন মন্তব্য করলেন কৃষ্ণনগরের বিধায়ক।