টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সেমিফাইনালে বজরং পুনিয়া( bajrang punia)। এদিন পুরুষদের ৬৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন ইরানের মোর্তেজা ঘিয়াসিরকে। পিনফলে জিতলেন বজরং। চোট নিয়েও, এদিনের ম্যাচে দুরন্ত লড়াই করলেন ভারতের এই কুস্তিগীর।
ম্যাচে এদিন শুরুতে দাপট দেখান ঘিয়াসির। শুরতে পয়েন্ট তুলে নেন তিনি। প্রথম পিরিয়ড পর্যন্ত থাকে এই ফল । তবে দ্বিতীয়ার্ধে দুরন্ত ক্যামব্যাক করেন ভারতীয় কুস্তিগীর। বজরং দারুণ লড়াই করে পয়েন্ট সংগ্রহ করে জয় হাসিল করেন বজরং। পিন ফল করান প্রতিপক্ষকে। যার জেরে জয় হাসিল করেন বজরং।

সেমিফাইনালে বজরং পুনিয়ার সামনে কঠিন লড়াই। আজারবাইজানের হাজি আলিয়েভের বিরুদ্ধে নামবেন তিনি। সেখানে আলিয়েভকে হারাতে পারলে ভারতের ষষ্ঠ পদকটি নিশ্চিত করবেন বজরং।
আরও পড়ুন:গ্রেট ব্রিটেনের কাছে ৩-৪ গোলে হেরে ব্রোঞ্জ হাতছাড়া ভারতের মহিলা হকি দলের











































































































































