দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি! তৃণমূল প্রসঙ্গে ফের দ্বিচারিতা সূর্যের

0
2

সর্বভারতীয় রাজনীতিতে বিজেপিকে (BJP) উৎখাত করতে বাংলাত শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে জোটে সিপিএমের (CPIM) আপত্তি নেই। আগেই এমন ইঙ্গিত দিয়েছিলেন সিপিএম পলিটব্যুরো নেতা তথা রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। এই ইস্যুতে এবার আর রাখঢাক করলেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও (Surjya Kanta Mishra)। মুজফফর আহমেদের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সিপিএম রাজ্য সম্পাদক বিষয়টি স্পষ্ট করে দিলেন। যদিও রাজ্য রাজনীতিতে দু’টি দলের সঙ্গেই লড়াই চালাবে বামেরা।

সূর্যকান্তবাবুর কথায়, “সর্বভারতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে সঙ্গে নিতে হবে প্রতিটি বিরোধী দলকে। ফলে সেই রাজনৈতিক লড়াইয়ে তৃণমূলকে নিতেও হবে। সারা দেশে বিরোধীরা একজোট হতে পারলে ভালো হয়। রাজ্যের থেকে দিল্লির ক্ষমতা গুরুত্বপূর্ণ ব্যাপার। দিল্লি থেকে ওদের হঠাতে পারলে আমাদের লড়াই এখানে এক ধাপ এগিয়ে যাবে। তার পর রাজ্যে রাজ্যে দেখা যাবে।”

তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে সমঝোতা নয়। বরং, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আগের নীতিতে লড়াই চলবে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক। তাঁর কথায়,”রাজ্যে আমরা যে ভিত্তিতে নির্বাচন লড়েছি সেটা ঠিক আছে। এ রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে লড়তে হবে। সেই পথে লড়তে হবে আগামী দিনে। তা থেকে সরব না। যাঁরা বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপির মোকাবিলা করা যাবে তাঁরা বিজেপির সুবিধা করে দিচ্ছেন।”

আরও পড়ুন- যোগান নেই, শুক্রবার কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে মিলবে না কোভিশিল্ড