ছোট্ট ‘সানসাইন’-এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মিমির

0
2

তিন বছরে পা দিল মিমি চক্রবর্তীর ছোট্ট বোনঝি। একমাত্র বোনঝির জন্মদিনে নিজের উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন মিমি। শেয়ার করলেন তাঁর জীবনের ‘সানসাইন’-এর একগুচ্ছ ছবি।

একদিকে সাংসদ হিসেবে কাজের চাপ, অন্যদিকে সিনেমার কাজও রয়েছে। এইসবের মাঝে বোনঝির সঙ্গে বেশি সময় কাটিয়ে উঠতে পারেননি মিমি। ২০১৯-র ৫ অগাস্ট জন্ম হয় মিমির বোনঝির। মিমির ছোট্ট বোনঝির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেন বন্ধু নুসরত জাহান। লিখেছেন, ‘Happy bday to the bundle of joy..!!’ বন্ধুকে উত্তর দিতে ভোলেননি নুসরত, লিখেছেন, ‘তোরটাও আসছে’।