কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্রের তরফে রাজ্যকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সেখানেই মোদি জানতে চান, পশ্চিমবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কি না। এর উত্তরে মুখ্যমন্ত্রী জানান, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে না। কিন্তু ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার ফলে এই বন্যা দেখা দিয়েছে। “এটা man-made।” সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডিভিসি (Dvc) জলাধারের পলি পরিষ্কার করা হয় না। সেটা হলে ডিভিসির ৩টি জলাধারে অতিরিক্ত ২ লক্ষ কিউসেক জল ধরত। অতিরিক্ত জল ছাড়তে হত না বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি অভিযোগ করেন, “৫৪ হাজার কিউসেক জল ছাড়ব বলে ডিভিসি ২ লক্ষ কিউসেক জল ছেড়েছে”।
খারাপ আবহাওয়ার কারণে আকাশপথে পরিদর্শন বাতিল করে সড়কপথেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে যেতে পারেন খানাকুলের দিকেও।







































































































































