বিধানসভার ৪১টি কমিটির চেয়ারম্যানদের গাড়ির জন্য বরাদ্দ হতে পারে ১০০লিটার করে গাড়ির তেল। বিধানসভার নিয়ম অনুযায়ী, গাড়ি পান বিধানসভার স্পিকার (Speaker), পরিষদীয় মন্ত্রী, বিরোধী দলনেতা-সহ হাতে গোনা কয়েকজন। তাঁদের গাড়ির তেলের দাম দেয় বিধানসভা (Assembly)। এবার বিধানসভায় সব মিলিয়ে মোট ৪১টি কমিটি রয়েছে। দেখা গিয়েছে, এই কমিটির চেয়ারম্যানদের বিভিন্ন সময় নানা কাজে অনেক ঘোরাঘুরি করতে হয়। কিন্তু পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম বেড়েই চলেছে। বর্তমান পরিস্থিতিতে বিধানসভার পক্ষে ৪১জন চেয়ারম্যানকে গাড়ি দেওয়া সম্ভব নয়।
এই অবস্থায় বিধানসভায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়, মাসে ১০০লিটার করে তেল এই কমিটির চেয়ারম্যানের বরাদ্দ করা যায় কি না। আপাতত এটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সরকারের কাছে। ছাড়পত্র পেলে মাসে ১০০লিটার তেল বরাদ্দ হবে।








































































































































