দু’দিনের টানা বৃষ্টিতে নাজেহাল হলদিয়ার টাউনশিপ এলাকার বস্তিবাসী। বিপর্যস্ত জনজীবন। বৃষ্টিতে ভেঙে পড়েছে ঘরবাড়ি। কার্যত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন তাঁরা। স্থানীয় কাউন্সিলরকে বলেও লাভ হয়নি। এমতাবস্থায় তাঁদের পাশে এসে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল নেতা। অসহায় মানুষদের উদ্ধারের পাশাপাশি তাঁদের খাদ্য-বস্ত্র, আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করলেন তিনি।
টানা দু’দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছেন হলদিয়ার ২৯ নম্বর ওয়ার্ডের টাউনশিপের বস্তির মানুষ। জলে ধসে পড়েছে একাধিক বাড়ি। কার্যত আশ্রয়হীন হয়ে পড়েছেন বস্তির প্রায় ৫০০টি পরিবার। তাঁদের সাহায্য করতে এগিয়ে এসেছেন জেলা তৃণমূলের যুব নেতা তথা হলদিয়া পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলর আসগর আলি। তাঁরই তৎপরতায় উদ্ধার হন বস্তিবাসীরা। তিনি বলেন, মানুষের বিপদের দিনে আমরা তাঁদের পাশে আছি। কোন দল, কী ধর্ম, তা আমরা দেখছি না। মানুষ বিপদে পড়েছেন, তাঁদের পাশে দাঁড়াতে হবে, তাই দাঁড়াচ্ছি। এটাই আমাদের কাজ। খাদ্য-বস্ত্র-ওষুধ-চিকিৎসা, সব কিছুরই ব্যবস্থা করেন আসগর। শুধু তাই নয়, যতদিন না দুর্গত মানুষজন ঘরে ফিরতে পারছেন ততদিন এই ব্যবস্থা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
তৃণমূল নেতার সাহায্যে খুশি বস্তিবাসী। তাঁদের কথায়, একেই বলে নেতা। যখন মানুষের প্রয়োজন তখন মানুষের পাশে এসে দাঁড়ান।
































































































































