দ্রুতগতিতে চলছে কাজ। ধাপে ধাপে এগোচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরির কাজ প্রায় শেষের মুখে। শনিবার সল্টলেক সেক্টর ৬ থেকে এবার শিয়ালদহ পর্যন্ত হল মেট্রোর ট্রায়াল রান। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষের দিকেই চালু হয়ে যাবে শিয়ালদহ অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro)।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেক্টর ফাইভ (Sector V) থেকে ফুলবাগান অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল। পরবর্তী তথা অষ্টম স্টেশন শিয়ালদহ। আয়তনে এবং পরিসরে বড় স্টেশন হিসাবে তৈরি করা হচ্ছে শিয়ালদহ স্টেশনকে। মেট্রো রেল সূত্রে খবর, ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত একদিকে সুড়ঙ্গ তৈরির কাজ পুরোপুরি শেষ। রেললাইন পাতা থেকে থার্ড রেল বসানোর কাজও শেষ হয়ে গিয়েছে। শুরু করা হয়েছে চার্জিংও। শিয়ালদহ স্টেশনের কাজ সম্পূর্ণ হলে উপকৃত হবেন বহু যাত্রী৷ পূর্ব রেলের শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার যাত্রীরা তখন সহজেই সল্টলেকের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারবেন।

আরও পড়ুন- আগামী শিক্ষাবর্ষেই চালু হবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ





































































































































