টানা বৃষ্টির জেরে বাড়ির ছাদের একাংশ ভেঙে গুরুতর আহত একই পরিবারের তিনজন। তাঁদের মধ্যে গুরুতর জখম এক শিশু কন্যা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের পৌর গেস্ট হাউস সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা আহতদের স্থানীয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালু মণ্ডল দুপুরে অন্যান্য দিনের মতো বাড়ির মধ্যেই কাজ করছিলেন। তাঁর স্ত্রী, বৌমা এবং নাতনিকে নিয়ে ঘরের ভিতরেই ছিলেন। আচমকা বাইরে থেকে বিকট আওয়াজ শুনতে পান কালু মণ্ডল। তড়িঘড়ি বেরিয়ে আসতেই দেখেন, তাঁর বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়েছে। আর তাতেই চাপা পড়েছে তাঁর স্ত্রী, নাতনি এবং তাঁর বৌমা। এরপর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দা এবং পরিবার জানিয়েছে, বাড়িটি বেশ কয়েক বছরের পুরনো হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাটিকে নিয়ে আতঙ্কিত গোটা পরিবার।
