এবার উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপের অবস্থানের কারণে কলকাতা ও লাগোয়া এলাকায় দুর্যোগ চলছিল তা সরে গিয়েছে। সেই নিম্নচাপ অক্ষরেখা দেওঘর এলাকার দিকে সরেছে। ফলে, পুরুলিয়া, বাঁকুড়া ও লাগোয়া এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
তেমনই দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতল, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা জোরদার হয়েছে। ইতিমধ্যেই কালো মেঘে ঢেকেছে দার্জিলিং পাহাড়ের আকাশ। শনিবার দিনভর কয়েক দফায় বৃষ্টিও হয়েছে পাহাড়ে। কালিম্পং, কার্শিয়াঙেও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি হয়েছে। সোমবার অবদি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড় ও লাগোয়া সিলিগুড়ি ও পাশের জেলা জলপাইগুড়িতে। কোচবিহার, আলিপুরদুয়ারেও আগামী ৪৮ ঘণ্টা ভালরকম বৃষ্টি হতে পারে বলে আভাস মিলেছে।







































































































































