টার্মশিটের সঙ্গে মূল চুক্তিপত্রের কোনও পার্থক্যই নেই, বললেন পার্থসারথি সেনগুপ্ত

0
4

ইনভেস্টোর কোম্পানি সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের (eastbengal) চুক্তিজট কাটাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন সচিব তথা বিশিষ্ট আইনজীবী পার্থসারথি সেনগুপ্তকে( parthasarathi sengupta)। আর দায়িত্ব পেয়ে কাজে নেমে পড়েছেন তিনি। ক্লাবের আইনজীবীদের সঙ্গে ইতিমধ্যে দফায় দফায় কথা বলছেন তিনি। চুক্তিপত্রে কোথায় কী রয়েছে তা খুটিয়ে দেখছেন পার্থসারথি সেনগুপ্ত। শুধু তাই নয়, বিনিয়োগকারী সংস্থাকে চুক্তিপত্র সংক্রান্ত বিষয়ে আইনি প্রস্তাব দিলেন তিনি।

দায়িত্ব নেওয়ার পরই চুক্তিপত্র খুটিয়ে দেখেছেন পার্থসারথি সেনগুপ্ত। আর চুক্তিপত্র দেখে টার্মশিটের সঙ্গে মূল চুক্তিপত্রের কোনও পার্থক্যই নেই বলে জানালেন তিনি।

এদিন পার্থসারথি সেনগুপ্ত বলেন, “ক্লাবের আইনজীবীর সঙ্গে আমার কথা হয়েছে। টার্মশিটের সঙ্গে মূল চুক্তিপত্রের কোনও পার্থক্যই দেখাতে পাচ্ছি না। শুধু কয়েকটা পয়েন্ট তুলে ধরে বলছে, এটা হওয়া উচিত, এটা উচিত নয়। টার্মশিট সইয়ের সময় কি উচিত ছিল আর কি অনুচিত এটা ভাবতে হত। ক্লাবকর্তা এখন কিছু পরিবর্তন চাইছেন। আমি চেষ্টা করছি একটা সমাধানে পৌঁছতে।”

চুক্তিপত্রে কিছু বিশেষ বিশেষ ক্লজ পাল্টানোর জন্য ইতিমধ্যেই বিনিয়োগকারী সংস্থাকে প্রস্তাব দিয়েছেন পার্থসারথি সেনগুপ্ত। তিনি আশা করছেন আগামী দশ বারো দিনের মধ‍্যে সমস্যার সমাধান বেরিয়ে আসবে।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে মহিলাদের ডিসকাস থ্রো ফাইনালে কমলপ্রীত