স্বাধীনতা দিবসের আগেই উচ্চ পর্যায়ের বৈঠকে মুখোমুখি ভারত-চিন

0
2

স্বাধীনতা দিবসের আগেই শনিবার ১২ দফার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসতে চলেছে ভারত এবং চিন। লাদাখে নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানো নিয়ে এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ নিয়ন্ত্রণ রেখার কাছে চিনা এলাকায় মলডোতে বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে। এর আগে এ প্রসঙ্গে ১১ বার আলোচনায় বসেছেন দুই সেনার কোর কমান্ডরেরা। যদিও কোনও আশাপ্রদ সমাধান সূত্র বেরোয়নি।
সেনাবাহিনী সূত্রের খবর, হট স্পিংস এবং গোগরা হাইট থেকে সেনা সরানো নিয়ে দু’দেশের মধ্যে এই বৈঠক। এই দুই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দু’দেশের ৮০ থেকে ১০০ জন জওয়ান মোতায়েন থাকে বলে খবর। তবে শনিবারের বৈঠকে দেপাসাং থেকে চিন সেনা সরাতে রাজি হয় কিনা তাঁর দিকে নজর রাখছে ভারত। মনে করা হচ্ছে, এই দুই পয়েন্টে সেনা সরানো নিয়ে একটা সমঝোতায় আসবে দুই দেশ। তবে আজকের বৈঠক নিয়ে যথেষ্ট আশাবাদী দু’দেশই।
একবছরেরও বেশি সময় ধরে উওপ্ত পূর্ব লাদাখ। বহু বার শীর্ষ পর্যায়ে সেনা সরানো এবং সমঝোতা নিয়ে বৈঠক করা হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। উল্টে চিন তাদের আগ্রাসনী ভূমিকা থেকে সরেনি। জানা গিয়েছে, ভারত সেনা সরাতে রাজি, তবে চিন সমপরিমাণ সেনা সরালেই তা সম্ভব ।