প্রবল বৃষ্টিতে সেবক-রংপো রেলপথের টানেলে দুর্ঘটনা, মৃত ১, জখম ২, নিখোঁজ ৫

0
2

দেড় মাসের মাথায় ফের সেবক-রংপো রেলপথের টানেলে দুর্ঘটনা। আরও একজন শ্রমিকের মৃত্যু হল। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আরও ৫ জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্ত এলাকা মানখোলার পাহাড়ি নদীতে। সেখানে টানেলে ছিলেন ১০ জন শ্রমিক। সিকিম পুলিশ জানিয়েছে, আহতদের সিংতাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। মৃত শ্রমিকের নাম ধনবাহাদুর ভাণ্ডারি (৩৪)। তাঁর বাড়ি নেপালের গ্রামে।

সিকিমে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। সেই কারণে আচমকা টানেলের উপরেরর পাথর ভেঙে পড়ে। বৃহস্পতিবার ঘটনা ঘটার খবর পেয়ে শুক্রবার সকালে্ সেখানে যান গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং।

১৭ জুন ওই রেলপথের টানেলে দুর্ঘটনা ঘটেছিল। তাতে ২ জন শ্রমিকের মৃত্যু হয়। কয়েকদিন বন্ধ থাকার পরে ফের টানেলের কাজ শুরু হয়।

এদিকে, বৃষ্টি চলছেই। ফলে, পশ্চিমবঙ্গ-সিকিম রুটের জাতীয় সড়কের ধসপ্রবণ এলাকাগুলি বিপজ্জনক হয়ে উঠেছে। ৫ জায়গায় ধস নেমেছে। প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে, দ্রুত ধস সরানোর কাজ চলছে।