আজও লোকসভায় আওয়াজ উঠল ‘খেলা হবে’। নেতৃত্ব দিলেন তৃণমূল (Tmc) সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই পেগাসাস (Pegasus) ইস্যুতে সরগরম সংসদের দুই কক্ষ। তৃণমূল বাদল অধিবেশন ঝড় তুলতে কর্মসূচি সাজিয়েই রেখেছে। প্রতিদিনই আওয়াজ তোলা হচ্ছে। বুধবার পোস্টার হাতে নিয়ে পেগাসাস ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার, অভিষেকের নেতৃত্বেই লোকসভায় (Loksabha) ‘খেলা হবে’ স্লোগান তুললেন তৃণমূল সাংসদরা। তার সঙ্গে গলা মেলান অন্যান্য বিরোধী দলের সাংসদরাও। পেগাসাস ইস্যুতে নাছোড় তৃণমূল কংগ্রেস। বাধ্য হয়ে দিনের মতো অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা (Om Birla)।
বুধবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেছেন, “বাংলায় খেলা হয়েছে, এবার দেশজুড়ে খেলা হবে”। সেইমতো বুধবারের পরে বৃহস্পতিবারও সংসদে স্লোগান ওঠে। এদিন তার নেতৃত্ব দেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি দলীয় সাংসদদের বাদল অধিবেশনে সক্রিয় অংশগ্রহণ এবং পেগাসাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদের আওয়াজ তোলার বার্তা দিয়েছেন। নিজে উপস্থিত থেকে আন্দোলনের দিক নির্দেশ করে দিচ্ছেন তিনি। তাঁর উপস্থিতিতে সাংসদরা আরও বেশি উৎসাহিত হচ্ছেন বলে মত রাজনৈতিক মহলের।









































































































































