টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) হকিতে ( hockey )দুরন্ত জয় পেল ভারতের( india) পুরুষ দল। এদিন তারা হারাল আর্জেন্টিনাকে( Argentina)। ম্যাচের ফলাফল ৩-১। এই জয়ের ফলে গ্রুপ লিগের এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল মনপ্রীত সিং, হরমনপ্রীত সিংরা।
ম্যাচের প্রথমার্ধে দুই দল আক্রমণে গেলেও, প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় তারা। তবে এদিনের ম্যাচে প্রথম থেকেই আক্রমণের দাপট বজায় রেখেছিল মনপ্রীত সিংরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের একটা সময় স্কোর থাকে ১-১। ভারতের হয়ে প্রথম গোলটি করেন বরুণ কুমার। সেখান থেকে ম্যাচ নিজেদের নামে করে ভারতীয় হকি দল। ম্যাচের ৫৭ মিনিটে গোল করে ভারতকে ২-১ গোলে এগিয়ে দেন বিবেক প্রসাদ সাগর। এর ঠিক দু’মিনিটের ব্যবধানে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ভারতকে ৩-১ এ এগিয়ে দেন হরমনপ্রীত সিং। এই জয়ের ফলে বড় জয় হাসিল ভারতীয় পুরুষ হকি দল।

অস্ট্রেলিয়ার কাছে ১-৭ গোলে হারের পরেও যে ভারতীয় হকি দলের মনোবল এতটুকু ভেঙে পড়েনি, সেটা বোঝা গেল আরও একবার।
আরও পড়ুন:কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু











































































































































