দিল্লি সফরের আজ তৃতীয় দিন। বুধবারও বিরোধী নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ের বাংলোয় যান আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তার সঙ্গে ছিলেন আপ নেতা রাঘব চড্ডা। সেখানে তৃণমূলনেত্রীর সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক করেন তাঁরা।
ওই বৈঠকে হাজির ছিলেন অভিষেকও। তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তৃণমূলের তরফে সেই বিষয়ে কিছু বলা হয়নি।
দিল্লির মুখ্যমন্ত্রী বুধবার সন্ধ্যায় টুইটারে লেখেন, মমতাদিদির সঙ্গে আজ দেখা করলাম। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিপুল জয়ের পরে এটিই আমাদের প্রথম বৈঠক। তাঁকে শুভেচ্ছা জানালাম। নানা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনাও করলাম।
গত মার্চে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট-পর্বের সময়ও দিল্লির প্রশাসনিক ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরের হাতে দেওয়া নিয়ে কেন্দ্র-কেজরিওয়াল সঙ্ঘাতের সময় সরব হয়েছিলেন মমতা। দিল্লির মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে নরেন্দ্র মোদি সরকারের ‘অগণতান্ত্রিক পদক্ষেপের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছিলেন।






































































































































