খায়রুল আলম , ঢাকা
ভারতীয় রেলওয়ে আরেকটি অক্সিজেন এক্সপ্রেসে আরও ২০০ টন অক্সিজেন বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে তরল মেডিকেল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে ছেড়ে আসে বলে ঢাকায় ভারতীয় হাই কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাস মহামারির প্রকোপ বাড়তে থাকায় অসুস্থদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন। বাড়ছে অক্সিজেনের চাহিদাও। বাড়তি এই চাহিদা মেটাতে অক্সিজেন আমদানি বেড়েছে।
এর আগে গত শনিবার ২০০ টন অক্সিজেনের একটি ট্রেন ভারত থেকে আমদানি করেছিল বাংলাদেশ।
ভারতীয় হাই কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অক্সিজেন বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
গত শনিবার প্রথমবারের মতো রেলপথে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আমদানি করা হয় ২০০ টন অক্সিজেন। ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস করে দেশের বাইরে পাঠানো প্রথম চালান ছিল সেটি।
এর আগে ঈদের দিন বুধবার জরুরিভাবে ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছিল ১৮০ টন মেডিকেল অক্সিজেন। মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভারতে অক্সিজেন সঙ্কট দেখা দিলে দেশটি থেকে অক্সিজেন আমদানি বন্ধ ছিল।
এরপর সেখানে পরিস্থিতির উন্নতি হলে সাময়িক বিরতির পর ৫ জুলাই আবার অক্সিজেনের একটি চালান আসার মাধ্যমে সরবরাহ শুরু হয়।





































































































































